আলভিট গোল্ড

Alovit Gold আলভিট গোল্ড

ফার্মাকোলজি

আলভিট গোল্ড এক ধরনের ফিল্ম কোটেড ট্যাবলেট যাতে রয়েছে ৩২ টি উচ্চক্ষমতাসম্পন্ন মিনারেল এবং ভিটামিন। এটি সুস্বাস্থ্য এবং কর্ম ক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

Ask Question

 

উপাদান

প্রতিটি আলভিট গোল্ড ট্যাবলেট ভিটামিন এবং মিনারেল এর সমন্বয়ে তৈরি। এই প্রিপারেশন কে বলা হয় মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল (এ টু জেড গোল্ড প্রিপারেশন)। প্রতিটি ট্যাবলেট এ রয়েছে

Honey Sponsored
  • ভিটামিন এ ৫০০০ আই ইউ
  • ভিটামিন সি ৬০ মিঃগ্রাঃ
  • ভিটামিন ডি ৪০০ আই ইউ
  • ভিটামিন ই ৩০ আই ইউ
  • ভিটামিন কে ২৫ মাঃগ্রাঃ
  • ভিটামিন বি১ (থায়ামিন) ১.৫ মিঃগ্রাঃ
  • ভিটামিন বি২ (রিভোফ্লাভিন) ১.৭ মিঃগ্রাঃ
  • ভিটামিন বি৩ (নিয়াসিন) ২০ মিঃগ্রাঃ
  • ভিটামিন বি৬ (পাইরিডক্সিন) ২ মিঃগ্রাঃ
  • ফলিক এসিড ৪০০ মাঃগ্রাঃ
  • বায়োটিন ৩০ মাঃগ্রাঃ
  • পেনটোথেনেট ১০ মিঃগ্রাঃ
  • ক্যালসিয়াম ১৬২ মিঃগ্রাঃ
  • আয়রন ১৮ মিঃগ্রাঃ
  • ফসফরাস ১০৯ মিঃগ্রাঃ
  • আয়োডিন ১৫০ মাঃগ্রাঃ
  • ম্যাগনেসিয়াম ১০০ মিঃগ্রাঃ
  • জিংক ১৫ মিঃগ্রাঃ
  • সেলেনিয়াম ২০ মাঃগ্রাঃ
  • কপার ২ মিঃগ্রাঃ
  • ম্যাঙ্গানিজ ২ মিঃগ্রাঃ
  • ক্রোমিয়াম ১২০ মাঃগ্রাঃ
  • মলিবডেনাম ৭৫ মাঃগ্রাঃ
  • ক্লোরাইড ৭২ মিঃগ্রাঃ
  • পটাশিয়াম ৮০ মিঃগ্রাঃ
  • বোরন ১৫০ মাঃগ্রাঃ
  • নিকেল ৫ মাঃগ্রাঃ
  • সিলিকন ২ মিঃগ্রাঃ
  • টিন ১০ মাঃগ্রাঃ
  • ভ্যানাডিয়াম ১০ মাঃগ্রাঃ
  • লুটেইন ২৫০ মাঃগ্রাঃ
  • সায়ানোকোবালামিন ৬ মাঃগ্রাঃ।

 

আলভিট গোল্ড এর কাজ

আলভিট গোল্ড ট্যাবলেট মূলত নির্দেশিত হয় শরীরের ভিটামিন এবং মিনারেল এর ঘাটতি পূরণে। তবে শরীরের দৈনন্দিন ভিটামিন এবং মিনারেলের সাপ্লেমেন্ট হিসেবেও এটি সেবন করা যায়। এতে প্রায় ৩২ টি উপাদান থাকায় শরীরের সাধারণ রোগ ব্যাধি যেমন- কম হজম ক্ষমতা, বার্ধক্য, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে, ক্ষুধামন্দা, ডায়েট এর সময়কালে, অতিরিক্ত শারীরিক ব্যায়ামে, হাড়ের ক্ষয়, আঘাত বা ক্ষত, অস্ত্রোপচার, শারীরিক ও মানসিক চাপ, দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগ, সংক্রমণ জনিত রোগ এবং শারীরিক দুর্বলতার চিকিৎসা নির্দেশিত হয়।

 

আলভিট গোল্ড এর দাম

প্রতিটি আলভিট গোল্ড ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৯.৫০ টাকা এবং ৩০ টি ট্যাবলেটের প্যাকেটের মূল্য ২৮৫ টাকা।

 

আলভিট গোল্ড খাওয়ার নিয়ম

প্রতিদিন ১টি করে ট্যাবলেট সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন’*

 

ঔষধের মিথষ্ক্রিয়া

আলভিট গোল্ড অন্যান্য ওষুধের সাথে সেবনে এখন পর্যন্ত তেমন কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।

 

আলভিট গোল্ড এর পার্শ্ব প্রতিক্রিয়া

এটি সাধারণত সহনশীল একটি ঔষধ হিসেবে পরিচিত। তবে যেহেতু এতে বিটা ক্যারোটিন রয়েছে সেক্ষেত্র মাঝে মাঝে ডায়রিয়া দেখা যেতে পারে। এছাড়াও ত্বকের রং হলদে কিংবা বিবর্ণ হওয়ার পাশাপাশি ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে পরিপাকতন্ত্রের সমস্যা সৃষ্টি হতে পারে।

 

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে শরীরে ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আলভিট গোল্ড ট্যাবলেট সেবন করা যাবে।

 

মাত্রাধিক্যতা ও সতর্কতা

উচ্চমাত্রায় সেবন করলে ভিটামিন এ এর উপস্থিতির কারণে মহিলাদের হাড়ের ক্ষয় রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।

 

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° সেঃ তাপমাত্রার নীচে সংরক্ষন করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।