সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি না

সহবাসের সময় থুথু ব্যবহার ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে। প্রাচীনকালে যখন লুব্রিকেন্ট জেল বলে কোন কিছু ছিল না তখন সহবাসের সময় থুথু ব্যবহার করা হতো। সে সময় মানুষ এগুলো সম্পর্কে খুব বেশি সচেতন ছিল না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের প্রসারের ফলে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে মানুষ নতুন করে জানতে পারছে।

Ask Question

সহবাসের সময় থুথু ব্যবহার করা যাবে কি?

যৌন মিলনের সময় স্ত্রীর যোনি পিচ্ছিল করার জন্য থুথু ব্যবহার করা উচিত নয়। আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাকটিভ মেডিসিন এর গবেষণা থেকে বলা হয়েছে যে যৌন মিলনের সময় থুথু কিংবা বাজারের নিম্নমানের লুব্রিকেন্ট জেল ব্যবহার করলে যোনির ভেতর দিয়ে শুক্রাণুর চলাচলের গতি একেবারে কমে যায়। এর ফলে দেখা যায় যে অনেকের সন্তান ধারণ করা সম্ভব হয় না।

অত্যাধিক পরিমাণে থুথু এবং নিম্নমানের জেল ব্যবহার করলে অনেক সময় যোনিতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে যৌন সংক্রান্ত বিভিন্ন রোগ দেখা দেয় যা সন্তান ধারণের সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেয়। 

Honey Sponsored

তাছাড়া এটা একটা অভিরুচির ব্যাপারও বটে। তবে অনেক সময় দেখা যায় যে সহবাসে জেল ব্যবহার করার ফলে অনেকের অ্যালার্জিজনিত সমস্যা হয়ে থাকে।

তাহলে কি ব্যবহার করা উচিত

লুব্রিকেন্ট কিংবা থুথু যৌন মিলনের সময় ব্যবহার করা হয় যোনি পিচ্ছিল করতে। কিন্তু মিলনের পূর্বে যদি ফোর প্লে করা হয় তাহলে জনি এমনিতেই রসে পিচ্ছিল হয়ে যায়। কিভাবে ফোরপ্লে করতে হয় সে সম্পর্কে আমাদের ওয়েবসাইটে লেখা রয়েছে।  যদি কারো ক্ষেত্রে ফোরপ্লে করার পরেও কিংবা দীর্ঘ সময় মিলনের ফলে জনি শুকনো হয়ে যায় তবে সেক্ষেত্রে ভালো মানের লুব্রিকেন্ট জেল ব্যবহার করতে হবে। কোন ধরনের লুব্রিকেন্ট জেল আমাদের ব্যবহার করা উচিত সেটা জেনে নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে।

সতর্কতাঃ যে কোন ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন।

RelatedPosts

সাদা স্রাব বন্ধ করার উপায়

মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব বন্ধ করার উপায়

সাদা স্রাব কী? মেয়েদের সাধারণ শারীরিক সমস্যা গুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হলো সাদা স্রাব বা লিউকোরিয়া। তবে এই সমস্যার সবচেয়ে বেশি দেখা যায় কিশোরী মেয়েদের ক্ষেত্রে। পিরিয়ডের... Continue

.webp

এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়?

এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়? এই প্রশ্নটিই অনেকটা অযৌক্তিক হলেও সময়ের সাথে সাথে যৌক্তিক হতে শুরু করেছে। এলার্জি হচ্ছে ইমিউন সিস্টেমের একটা দীর্ঘস্থায়ী অবস্থা যা পরিবেশের কোনো এলার্জেনের... Continue

কি খেলে ১ ঘন্টা সহবাস করা যায়

দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায়

দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায়ঃ স্বামী-স্ত্রীর জীবনে সবচেয়ে বেশি সুখের সময় হলো তাদের মধু চন্দ্রিমা বা হানিমুনের সময় টা। সবকিছু যেন নতুন নতুন, চারিদিকে ভালোলাগা একটা হাওয়া বইতে... Continue

কোন কনডম সবচেয়ে ভালো

কোন কনডম সবচেয়ে ভালো?

নতুন বিবাহিত পুরুষদের একটি সাধারণ প্রশ্ন হল কোন কনডম সবচেয়ে ভালো? আমাদের দেশে এবং দেশের বাহিরে যে সকল প্রতিষ্ঠান বৈধ উপায়ে কনডম উৎপাদন করে থাকে সে সবগুলোই নিরাপদ... Continue

খাবার খাওয়ার পর পায়খানা হয় কেন

খাবার খাওয়ার পর পায়খানা হয় কেন? জেনে নিন সমাধান।

খাবার খাওয়ার পর পায়খানা হয় কেন? আপনারও কি খাবার খাওয়ার পরপরই পেটে চাপ ধরে পায়খানার ভাব চলে আসে? যদি আপনার উত্তর হ্যা হয় তবে আপনি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির... Continue

গরমে ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন নিন

গরমে ত্বকের যত্ন নিয়ে চিন্তিত! আদ্রতায় ভরা প্যাচপ্যাচে গরমের কারণে ত্বকের সমস্যার যেন কমতি নেই। প্রতিদিনই মাথাচাড়া দিয়ে দেখা দিচ্ছে নানা সমস্যার। সেইসাথে গরমের তীব্রতা দিনের পর দিন... Continue